চট্টগ্রাম মহানগরীর হালিশহর নয়া বাজার বিশ্বরোড এলাকার হাক্কানি পেট্রলপাম্পের সামনে ট্রাকের চাপায় পুলিশের ট্রাফিক বিভাগের কনস্টেবল আর্জিযোজন অখন্ড (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আর্জিযোজন অখন্ডের গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, আর্জিযোজন অখন্ড নগর পুলিশের ট্রাফিক বিভাগের বন্দর জোনে কর্মরত ছিলেন। রাতে দায়িত্ব পালনকালে সিএসডি গোডাইন থেকে আসা গমভর্তি একটি ট্রাক নয়াবাজার বিশ্বরোডে টার্ন নেওয়ার সময় থামানোর সংকেত দেন। কিন্তু সংকেত অমান্য করে চলে যাওয়ার সময় থামাতে গেলে ট্রাকটি তাকে চাপা দেয়।
বিডি-প্রতিদিন/ ০৪ আগস্ট, ২০১৬/ আফরোজ