পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশ) মো. মোখলেছুর রহমান বলেছেন, দেশের উন্নয়ন অগ্রগতি সহ্য করতে পারছে না কেউ কেউ। দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। উন্নয়নের গতিধারা রুখে দিতেই দেশের বিভিন্ন স্থানে জঙ্গি তৎপরতা চালানো হচ্ছে। ধর্মের নামে যারা গলা কাটে, রগ কাটে সেইসব খুনি, সীমার জল্লাদরাই জঙ্গি। জঙ্গি, সন্ত্রাসী ও নাশকতাকারীরা দেশ ও জনগণের শত্রু উল্লেখ করে তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা পুলিশ আয়োজিত সন্ত্রাস নাশকতা ও জঙ্গিবাদ বিরোধী এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, পিপি এটিএম মহিব উল্লাহ, জিপি কাজী মানছুরুল হক খসরু, নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মুহম্মদ রফিক উল্লাহ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বিমলেন্দু মজুমদার, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন কৈশোর।
বিডি-প্রতিদিন/ ০৪ আগস্ট, ২০১৬/ আফরোজ