লক্ষ্মীপুর কমলনগরে জামায়াতের আট নারী সদস্যকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরফলকন ইউনিয়নের ৫নং ওয়ার্ডের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, পারুল আক্তার (২২), শিউলি (২৮) লুবনা (১৮), শাহিনুর বেগম (২২), জোলেখা বেগম (২৪), নারগিস আক্তার (২০), পারুল বেগম (২৩) ও মারজাহান (২৮)।
কমলনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহম্মদ জানান, জামায়াতে ইসলামীর বেশ কয়েকজন সদস্য ফলকন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য গোপন বৈঠক করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের ঘটনাস্থল থেকে আটক করা হয়।
আটকরা সবাই জামায়াতের ইসলামীর নারী সদস্য। তাদের জিঙ্গাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
নাশকতার জন্য গোপন বৈঠক নয়, কোরআন ও নামাজের তালিম দেয়ার জন্য তারা ঘটনাস্থলে একত্রিত হয়েছিল বলে দাবি করেছে আটকদের স্বজনরা।
বিডি প্রতিদিন/ ০৪ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন