মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঠাবাড়িতে সৌদি প্রবাসী হুকুম আলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী লতুফা বেগমকে (৪৫) আটক করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঘরের ভেতর থেকে হুকুম আলীর মরদেহ উদ্ধার করা হয়। হুকুম আলী শিবচর উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের মৃত জাহেদ আলী হাওলাদারের ছেলে।
শিবচর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আমির হোসেন জানান, শিবচর উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের মৃত জাহেদ আলী হাওলাদারের ছেলে হুকুম আলীর সঙ্গে প্রায় ৩০ বছর আগে লতুফা বেগমের বিয়ে হয়। নিহত হুকুম আলী দীর্ঘ ১৭ বছর সৌদি আরবে ছিলেন। গত ঈদুল ফিতরের ছুটিতে বাড়িতে আসেন। বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মরদেহ ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। এটা পরিকল্পিত হত্যা না আত্মহত্যা এ নিয়ে পুলিশ বলছে ময়না তদন্ত রির্পোট না পাওয়া পর্যন্ত স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না।
এ ব্যাপারে শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্লা জানান, ময়না তদন্ত রিপোর্ট এলে বলা যাবে খুন না আত্মহত্যা। মরদেহ ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিবচর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ০৪ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন