নাটোরের নলডাঙ্গার হালতি বিলে নিষিদ্ধ বাদাই জালে মাছ ধরার দায়ে ১০ জেলেকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
এ সময় উদ্ধারকৃত প্রায় ১০ লাখ টাকার বাদাই জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় হয়েছে। সেই সাথে জব্দকৃত ইঞ্জিন চালিত চারটি নৌকা উন্মুক্ত নিলামে বিক্রি করে সেই টাকা সরকারী কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জাহান এই রায় প্রদান করেন।
জানা গেছে, ভোরে নলডাঙ্গা উপজেলার হালতি বিলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার জাহানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত নিষিদ্ধ বাদাই জাল দিয়ে মাছ শিকার করার সময় ১০ জেলেকে আটক করা হয়। এসময় প্রায় ১০ লাখ টাকা মূল্যের তিনটি বাদাই জাল ও চারটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। পরে আটক ১০ জেলেকে ৬ মাস করে কারাদণ্ড দিয়ে এবং উদ্ধারকৃত বাদাই জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় ও জব্দকৃত চারটি নৌকা উন্মুক্ত নিলামে ৪৫ হাজার টাকায় বিক্রি করে সরকারী কোষাগারে জমাে কার নির্দেশ প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/ ০৪ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন