র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলা মামলার আসামি শফিউল ইসলামসহ দু'জন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার পরে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ডাংগীর গ্রামে এ ঘটনা ঘটে।
র্যাব ১৪ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ শরীফুল ইসলাম জানিয়েছেন, শোলাকিয়ায় জঙ্গি হামলা মামলার আসামি শফিউল ইসলাম আহতাবস্থায় ঈদের দিন থেকেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সেখান থেকে রিলিজ করা হলে তাকে কিশোরগঞ্জে পুলিশের কাছে হস্তান্তরের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
পথে নান্দাইল চৌরাস্তার কাছে ডাংগীর গ্রামে পৌঁছালে কয়েকটি মটরসাইকেল এসে র্যাবের টহল গাড়ির পথরোধ করে।
এরপর র্যাবের টহল গাড়ি লক্ষ্য করে বোমা হামলা ও গুলিবর্ষণ করে শফিউলকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে কতিপয় ব্যক্তি।
এ সময় র্যাব-১৪ এর সদস্যদের সঙ্গে হামলাকারীদের গোলাগুলিতে শফিউলসহ দু'জন গুলিবিদ্ধ হয়ে মারা যান।
অপরজন হামলাকারীদের একজন, তার পরিচয় এখনো জানা যায়নি।
এ ঘটনায় র্যাব-১৪ এর তিন সদস্যও আহত হয়েছেন বলে দাবি করেছেন লে. কর্নেল শরীফ।
ঘটনাস্থল থেকে দু'টি মটরসাইকেল, অস্ত্র, বোমা ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
পালিয়ে যাওয়া অপর হামলাকারীদের খুঁজতে ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ