নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরপার্বতী ইউনিয়নের চৌধুরীর হাটে যুবলীগ সমর্থক আবু সুফিয়ানকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত আবু সুফিয়ানের ভাই জানান, রাত ১০ টার চৌধুরীর হাট থেকে বাড়ি যাওয়ার পথে সন্ত্রাসী আজাদ তার ভাইকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। আগেরদিনই অপর একটি হত্যা মামলা থেকে জামিনে বের হয় আজাদ।
চর পার্বতী ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক কামরুল জানান, ২০১৩ সালে চায়না প্রবাসী ও যুবলীগ নেতা মারুফকে গুলি করে সন্ত্রাসী আজাদ ও তার সহযোগীরা। সেই হত্যা মামলার আসামি সন্ত্রাসী আজাদ বুধবার জামিনে বেরিয়ে এসে বৃহস্পতিবার রাত ১০টায় যুবলীগ সমর্থক আবু সুফিয়ানকে হত্যা করে।
কোম্পানীগঞ্জ থানার ওসি ফজলে রাব্বী বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রাতেই সন্ত্রাসী আজাদের বাড়ি তল্লাশি করে ৯ রাউন্ড গুলি ও কয়েকটি দেশীয় ধারালো ছোরা উদ্ধার করা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এ ব্যাপারে আজাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ