ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত শিবিরের ৫ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে ঠাকুরগাঁও থানা পুলিশের একটি দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন, গড়েয়া ইউনিয়ন গোপালপুর গ্রামের দবির উদ্দিনের পুত্র জামাতের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ (৫৫), সদর লস্করা গ্রামের নুরুল ইসলামের পুত্র শিবির নেতা আব্দুর রহমান (৩০), সালান্দর ইউনিয়ন সিংপাড়া গ্রামের মানিক মিয়ার পুত্র শিবির নেতা ইয়াসিন আলী (২২), দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার গোপালগঞ্জ গ্রামের ইব্রাহিমের পুত্র শিবির নেতা শাহ আলম (২৫), ঠাকুরগাঁও শহরের নিশ্চিন্তপুর গ্রামের সহিদুল ইসলামের পুত্র শিবির নেতা রিয়াজুল ইসলাম জনি (২২)।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার্স ইনচার্জ মশিউর রহমান জানান, অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন জিহাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/০৫ আগষ্ট ২০১৬/হিমেল-০২