'ইসলাম চরমপন্থী ও সন্ত্রাসের বিরোধী, মুসলিম সন্ত্রাসী বা জঙ্গি হতে পারে না' এই স্লোগানকে সামনে রেখে জঙ্গিবাদ রুখে দেওয়ার প্রত্যয়ে মানববন্ধন করেছে ঠাকুরগাঁও জেলা শাখা জমঈয়তে আহ্লে হাদীস। শুক্রবার জুম্মার নামাজের পরে ঠাকুরগাঁও চৌরাস্তায় এ মানববন্ধন এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা শাখা জমঈয়তে আহ্লে হাদীসের সভাপতি মাওলানা মো: মুনজুরে খোদা, সহ-সভাপতি আলহাজ মো: ইউনুস আলী, সাধারণ সম্পাদক প্রফেসর ড. ওসমান গনি প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আহ্লে হাদীসগণ নবী (সা:) ও সাহাবায়ে কিরামের উত্তরসূরী হিসেবে কুরআন ও সহীহ হাদিসের অনুসরণ করে থাকেন। জমঈয়তে আহ্লে হাদিস একটি সম্পূর্ন অরাজনৈতিক সংগঠন হলেও সবসময় দেশ ও মানুষের কল্যাণে সকল প্রকার দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। প্রকৃত মুসলিম কখনো সন্ত্রাস বা জঙ্গি হতে পারেনা।
বিডি প্রতিদিন/০৫ আগষ্ট ২০১৬/হিমেল-০৬