ঠাকুরগাঁও জেলা পল্লী বিদ্যুৎ ইলেকট্রিশিয়ানের আয়োজনে জঙ্গী ও সন্ত্রাসবিরোধী মানবন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম ফারুক রুবেল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকরাম হোসেন, জেলা পল্লী বিদ্যুৎ ইলেকট্রিশিয়ানের সভাপতি চঞ্চল কুমার সেন, সাধারণ সম্পাদক স্বপন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ।
মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা জানান, বাংলাদেশ অসাম্প্রদায়িত চেতনায় বিশ্বাসী একটি দেশ। এখানে সাম্প্রদায়িকতার কোন ঠাঁই নেই। জঙ্গী ও সন্ত্রাসী কর্মকাণ্ড এদেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। সমাজের সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে এ জাতীয় সন্ত্রাসী ও জঙ্গী কর্মকাণ্ড প্রতিহত করবেই।
বিডি-প্রতিদিন/ ১৩ আগস্ট, ২০১৬/ আফরোজ