বাগেরহাটে আইএস পরিচয়ে কলেজ শিক্ষক ও ব্র্যাক ব্যাংক ম্যানেজারকে নিজের হাতে লেখা চিঠি পাঠিয়ে জবাই করে হত্যার হুমকি দেয়ায় অসিত কুমার দাস (৫২) নামের এক হিন্দু জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোররাতে বাগেরহাট শহররের দশানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ঐ জঙ্গি দশানী এলাকার মৃত মনিন্দ্রনাথ ওরফে মনিলাল দাসের ছেলে।
বাগেরহাট মডেল থানা পুলিশ জানায়, গত দুই সপ্তাহ আগে মোড়েলগঞ্জের সেলিমাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অরুন কুমার চক্রবর্তী ও বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক ব্যাংকের সদর উপজেলা মনেজার বিকাশ চন্দ্র মন্ডলকে আইএস জঙ্গি পরিচয়ে অসিত কুমার দাস তাদের ডাকযোগে দুই দফা চিঠি পাঠিয়ে জবাই করে হত্যার হুমকী দেয়। চিঠিতে নিজেকে আইএসের ট্রেনিংপ্রাপ্ত উল্লেখ করে বলা হয় ‘এক সপ্তাহের মধ্যে ভারত চলে যাও। অন্যথায় ইসলামের মূল আইনের দ্বারা তোমাকে শিরচ্ছেদ করা হবে’।
এঘটনার পরপরই বাগেরহাট শহরের দশানী এলাকার বাসিন্দা ওই কলেজ শিক্ষক ও ব্র্যাক ব্যাংক ম্যানেজার বিষয়টির বিস্তারিত বর্নণাসহ তাদের কাছে পাঠানো হাতে লেখা চিঠিসহ বাগেরহাট সদর মডেল থানায় সাধারণ ডায়েরী করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে ভোররাতে ঐ জঙ্গিকে গ্রেফতার করে।
বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, বাগেরহাটে গত কয়েকদিন ধরে কিছু কলেজ শিক্ষক ও কিছু এনজিও কর্মকর্তাসহ সাধারণ মানুষের মধ্যে আইএস পরিচয় দিয়ে আতঙ্ক সৃষ্টি করছিলো এই জঙ্গি। গ্রেফতারকৃত এই জঙ্গি নিজে হাতে লিখে চিঠি পাঠাবার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছে। মোড়েলগঞ্জের সেলিমাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যপক অরুন কুমার চক্রবর্তী বাদী হয়ে মামলা দায়েরের পর দুপুরে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন।
বিডি প্রতিদিন/১৩ আগস্ট ২০১৬/হিমেল-২১