চাঁপাইনবাবগঞ্জে গরু চোরাচালান দমন এবং সীমান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বিষয়ে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২ টার সময় ৯ বিজিবি'র ব্যাটালিয়ন সদর দপ্তরে ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল এসএম আবু এহসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মো. মতিউর রহমান।
সভায় বক্তব্য রাখেন ৫৯ বিজিবি'র অধিনায়ক লেঃ কর্নেল হাসান মোর্শেদ, বাখর আলীর বিট মালিক আমানুল্লাহ বিশ্বাস, মাসুদপুর বিট মালিক মো. তরিকুল ইসলাম প্রমুখ।
সভায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিট বা খাটালের নিয়ম মেনে আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে বৈধ ভাবে গরু আনার জন্য গরু ব্যবসায়ীদের আহ্বান জানান হয়। এসময় আরও বলা হয়, কোন বাংলাদেশী রাখাল সীমান্তের জিরো লাইন অতিক্রম করলে তারও বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এসময় সভায় গরু ব্যবসায়ী, বিট মালিক, রাখাল, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ ১৩ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন