শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বাংলাদেশ ঝুকির মধ্যে রয়েছে। প্রকৃতির ভারসাম্য রক্ষা জরুরি। তাপমাত্রা যদি আরো বেড়ে যায়, তবে বরফ গলে সমূদ্রের পানি বেড়ে যাবে। পরিবেশ নষ্ট করা, তাপমাত্রা বৃদ্ধির জন্য আমরা দায়ী নই, দায়ি পশ্চিমা বিশ্ব, যারা বিশ্ব সভ্যতার উন্নয়নের জন্য পরিবেশের ক্ষতি করছে। এতে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি।
শনিবার দুপুরে মুন্সীগঞ্জ শহরের জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে বঙ্গবন্ধু স্মরণে শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
জেলা প্রশাসক সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- ঢাবির ভিসি অধ্যাপক ড. আ. আ. ম. স আরেফিন সিদ্দিক, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, পরিবেশ ও বন সচিব ড. কামাল উদ্দিন আহমেদ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হুমায়ুন কবীর প্রমুখ।
বিডি প্রতিদিন/ ১৩ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন