সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘বিএনপি-জামায়াত জঙ্গিবাদের জন্ম দিয়েছে। সেই জঙ্গিরা এখন দেশ বিদেশের সাথে সংযোগ হয়েছে। দেশের উন্নয়ন সহ্য করতে না পেরে আজ তারা জঙ্গিবাদ উস্কে দিচ্ছে।’
শবিবার দুপুরে নীলফামারী শহীদ মিনার চত্ত্বরে জেলা জাতীয় শ্রমিকলীগ আয়োজিত জাতীয় শোক দিবস স্মরণ সভা ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে জঙ্গি হামলা শুরু হয়েছে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে। ছায়নট, সিবিবির সমাবেশে বোমা হামলা, ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা একই সূত্রে গাথা। তারা ক্ষমতায় এসে বাংলাভাই সৃষ্টি করেছে, একসাথে দেশের সকল জেলায় বোমা হামলা হয়েছে, এরপরও তারা বলেছিলেন দেশে জঙ্গি নেই। সেটি নাকি মিডিয়ার সৃষ্টি ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন সহ্য করতে না পেরে আজকে তারাই জঙ্গিবাদের মদদ যোগাচ্ছে।
জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আবু সাঈদ শামীমের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন।
সভা শেষে সেখান থেকে জঙ্গিবাদ বিরোধী একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/ ১৩ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন