ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজার এলাকায় শনিবার সকালে বিদ্যুৎস্পৃষ্টে হোসেন আলী (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
হোসেন আলী সদর উপজেলার ডাকবাংলা বাজার এলাকার মনোয়ার হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হোসেন ডাকবাংলা বাজারে আব্দুল খালেকের নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। এসময় বৈদ্যুতিক ছেড়া তারে জড়িয়ে সংজ্ঞাহীন হয়ে পড়ে। তাৎক্ষনিক ভাবে স্থানীয়রা উদ্ধার করে একটি ক্লিনিকে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/ ১৩ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন