নাশকতার মামলায় আজ শনিবার সন্ধ্যায় ঝিনাইদহের মহেশপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি ফারুক আহম্মেদ (৪৫) ও পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য বাবুল আক্তারকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ফারুক মহেশপুর উপজেলার পাতিবিলা গ্রামের বাসিন্দা এবং বাবুলের বাড়ি মহেশপুর পৌর এলাকায়।
মহেশপুর থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সন্ধ্যা ৬টার দিকে মহেশপুর বাজারে তারা দুজন অবস্থান করছিলেন। এ সময় পুলিশ তাদেরকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে নাশকতাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৩ আগস্ট, ২০১৬/ আফরোজ