লক্ষ্মীপুরের রামগঞ্জে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা কমিউনিটি পুলিশিং আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন তরীকত ফেডারেশনের মহা সচিব ও সংসদ সদস্য লায়ন এম এ আওয়াল।
শুরুতে জাতীয় সঙ্গিত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন অতিথিরা। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোতা মিয়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সহ-সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধূরী নয়ন, পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো.শাহজান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সহ-সম্পাদক এম এ মোমিন পাটোয়ারী, আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন খান, বেলাল আহমদ, জেলা কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব জাকির হোসেন আজাদ ভূঁইয়া, জেলা ছাত্রলীগ সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল প্রমুখ।
সমাবেশে বক্তারা জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে সকল জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান। সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীসহ নানা শ্রেণি পেশার হাজার হাজার মানুষ অংশ নেন। পরে কমিউনিটি পুলিশ ও জনগণকে উৎসর্গ করে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।
বিডি-প্রতিদিন/ ১৩ আগস্ট, ২০১৬/ আফরোজ