বিদ্যুতের আলোয় আলোকিত হলো চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা। এখানকার ১৫ উপজেলার মধ্যে বোয়ালখালী উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শতভাগ বিদ্যুৎ সংযোগের আওতায় আনা দেশের ৬টি উপজেলার বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। গোপালগঞ্জের টুঙ্গীপাড়া, নারায়ণগঞ্জের বন্দর, নরসিংদীর পলাশ, কুমিল্লার আদর্শ সদর, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ও চট্টগ্রামের বোয়ালখালীকে শতভাগ বিদ্যুতায়ন এলাকা ঘোষণা করা হয়।
শতভাগ বিদ্যুতায়ন কর্মসূচি উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৯৬ সালে ক্ষমতায় এসে আমরা বিদ্যুৎ উৎপাদন অনেক বাড়িয়েছিলাম। পরবর্তীতে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এসে উৎপাদনতো বাড়ায়নি, উল্টো কমিয়ে গেছে। এখন আমরা ৭৮ শতাংশ মানুষকে বিদ্যুৎ দিতে পারছি। আমরা লক্ষ্য হচ্ছে খুব সহসা শতভাগ মানুষকে বিদ্যুতের আলোয় আলোকিত করা এবং সে লক্ষেই কাজ করে যাচ্ছি।’
২০২১ সালের মধ্যে সরকারের লক্ষ্য অর্জনের প্রচেষ্টার অংশ হিসেবে এই ছয়টি উপজেলার শতভাগ মানুষ বিদ্যুৎ পেলেন। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে ৫৩৫ কোটি টাকা ব্যয়ে শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধা দেওয়ার এই কাজ সম্পন্ন হয়। যার গ্রাহক সংখ্যা ২ লাখ ৩৮ হাজার ৫০ জন।
শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকসহ অন্যান্যা কর্মকর্তারা।
বিডি-প্রতিদিন/ ১৩ আগস্ট, ২০১৬/ আফরোজ