আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ সদর আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, সন্ত্রাসী ও জঙ্গিবাদ আমাদের প্রধান শত্রু। ঐক্যবদ্ধ ভাবে এদের রুখে দাঁড়ান। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে সাথে নিয়ে প্রতিটি ওয়ার্ডে সন্ত্রাসী ও জঙ্গিবাদ বিরোধী কমিটি গঠন করুন। আপনাদের কেউ নিখোঁজ থাকলে, এলাকায় কোন সন্দেহভাজন কিংবা অপরিচিত লোক এলে আইন শৃংখলা বাহিনীকে জানান। সন্ত্রাসী ও জঙ্গি দমনে আপনাদের সহযোগিতা চাই। সরকার সন্ত্রাসী, জঙ্গি, যুদ্ধাপরাধী ও পরিজিত শক্তিকে নিশ্চিহ্ন করতে বদ্ধপরিকর।
তিনি আজ শনিবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার পশ্চিম আড়পাড়া খালের ওপর ১৮ মিটার দীর্ঘ আর.সি.সি ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
হরিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সি মকিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী এ.কে ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক চৌধূরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, জেলা যুবলীগের সভাপতি জি.এম শাহাব উদ্দিন আজম, সাধারণ সম্পাদক, এম.বি সাইফ, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেখ সেলিম আরো বলেন, নিজামী-মুজাহিদ ও যুদ্ধাপরাধীদের সাথে যারা রয়েছে তাদের সাথে ঐক্য হবে না। সন্ত্রাসী ও জাঙ্গিদের যারা লালন পালন করে দেশে সন্ত্রসী ও জঙ্গি হামলা চালায় তাদের সাথে ঐক্য হয় না। যারা ক্ষমতা দখল করতে রাতের অন্ধকারে মানুষ হত্যা করে তাদের সাথে কোন ঐক্য নেই। ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। ইসলামে নিরপরাধ মানুষ হত্যা মহাপাপ। ওরা ইসলামের নামে মানুষ হত্যা করে শান্তি, মানবতা, রাষ্ট্র, সংবিধান গনতন্ত্র, আইন সব কিছুই ধ্বংস করতে চায়। আমাদের ঐক্য হবে জনগনের সাথে। ৭১ এ যেমন জনগন বঙ্গবন্ধুর ডাকে ঐক্যবদ্ধ হয়ে দেশ স্বধীন করেছে। এখন আবার শেখ হাসিনার নেতৃত্বে জনগন ঐক্য করে সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখে দেবে।
শেখ সেলিম অভিযোগ করেন, যুদাপরাধী মীর কাসেমের ছেলেরা শেখ হাসিনকে হত্যা করতে ১৫০ কোটি টাকা ব্যয় করেছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। যুদ্ধাপরাদের বিচার বন্ধ করতে ও দেশের রাষ্ট্রিয় ক্ষমতা দখল করতে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ সেলিম বলেন, পাকিস্তানের নীল নকশা বাস্তবায়ন করতে ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করে আমার স্বাধীনতা, গণতন্ত্র ও অসাম্প্রদায়িক চেতনাকে হত্যা করে। তারা বাংলাদেশকে পাকিস্তানের মতো অকার্যকর রাষ্ট্র বানাতে চেয়েছিলো। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। কিন্তু তাদের পেয়ারের পাকিস্তান অকার্যকর রাষ্ট্রে পরিনত হয়েছে। পরে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেন।
বিডি প্রতিদিন/ ১৩ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন