বরিশালে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে মানববন্ধন করে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ ইলেক্ট্রিশিয়ান ইউনিয়ন বরিশাল শাখা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন পল্লী বিদ্যুৎ ইলেকট্রিশিয়ান ইউনিয়ন বরিশাল শাখার সভাপতি মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহম্মেদ।
অপরদিকে একই স্থানে বেলা সাড়ে ১২টায় একই দাবিতে সম্মিলিত বেসরকারী উন্নয়ন সংস্থাসমূহের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা আক্কাস হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
বিডি প্রতিদিন/ ১৩ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন