লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় একই পরিবারের ৯ জনকে অজ্ঞান করে নগদ ১৫ লাখ টাকা ও স্বর্ণলংকার লুট করে নিয়ে গেছে দৃর্বৃত্তরা। এতে ৪জন গুরত্বর অসুস্থ হয়ে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
শনিবার সকালে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের তালুকবানীনগের এ ঘটনা ঘটে।
অসুস্থরা হলেন,বাড়ির মালিক জরিপ উদ্দিন দুলু তার স্ত্রী রেজিয়া বেগম,মেয়ে জেরিন আক্তার,জান্নাতুল ফেরদৌস ও ছেলে রিয়াজ উদ্দিনসহ চট্রগ্রাম থেকে আসা গরু ব্যবসায়ী ইয়াকুব, সালাউদ্দিন, এরশাদ, লোকমান।
স্থানীয়রা জানান, চট্রগ্রাম থেকে দুলু স্ত্রীর বড় ভাই গরু ব্যবসায়ী। ঈদের গরু কিনতে টাকা নিয়ে নিয়ে ইয়াকুব, সালাউদ্দিন, এরশাদ, লোকমান কালীগঞ্জে আসেন। রাতে পরিবারের সদস্যরা মিলে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। স্থানীয় এলাকাবাসী সকালে ডাকাডাকির পরেও পরিবারের সদস্যদের ঘুম ভাঙ্গেনি। পরে প্রতিবেশিরা কালীগঞ্জ থানায় খবর দেয়।
কালীগঞ্জ থানার এ এস আই আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/ ১৩ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন