সমূদ্র সৈকত কুয়াকাটায় ভ্রমণ শেষে বগুড়া ফেরার পথে পর্যটকবাহী একটি বাস বরিশালে ফেরার পথে দুর্ঘটনাকবলিত হয়ে ২০ যাত্রী আহত হয়েছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের নগরীর দপদপিয়া সেতুর পশ্চিম পাশের ঢালে এই দুর্ঘটনায় আহতদের মধ্যে ১৫ জনকে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই বগুড়া সদর ও গাবতলী এলাকার বাসিন্দা।
পুলিশ, উদ্ধারকর্মী এবং আহতরা জানায়, গত বৃহস্পতিবার ৪৮ জন পর্যটক নিয়ে মেহেদী পরিবহন নামে একটি বাস বগুড়া থেকে কুয়াকাটায় আসে। বেড়ানো শেষে আজ বাড়ি ফেরার পথে দপদপিয়া সেতুর পশ্চিমপাশে ঢাল অতিক্রমকালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি বৈদ্যুতিক পোস্টে এবং সোনারগাঁও টেক্সটাইল মিলের সিমানা প্রাচীরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ বিধ্বস্ত হয় এবং আহত হয় বাসে থাকা অন্তত ২০ যাত্রী।
খবর পেয়ে বরিশাল দমকল বাহিনীর ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে শের-ই মেডিকেলে প্রেরণ করে।
আহতদের মধ্যে মঞ্জু মিয়া, মিতু আক্তার, শফিকুল ইসলাম, বিপুল, জুুবায়ের হোসেন, আব্দুর রহমান, সোহেল, মমতাজুর রহমান, সাব্বির হোসেন, মাসুদ হোসেন, আব্দুর রহমান মিয়া, মো. মামুন, শরিফুল এবং অজ্ঞাতনামা দুইজনকে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ১৩ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন