ঝিনাইদহ জেলার শৈলকূপায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সাথে কথিত 'বন্দুকযুদ্ধে' রশিদ বিশ্বাস (৪৫) নামের এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের দুই সদস্য।
শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার দুধসর আবাসন এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানান শৈলকূপা থানার ওসি তরিকুল ইসলাম।
নিহত রশিদ শৈলকূপা উপজেলার দুধসর আবাসন পাড়ার মৃত এলাহী বিশ্বাসের ছেলে।
ওসি তরিকুল ইসলাম জানান, রাতে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের দুধসর আবাসন এলাকায় গাছ কেটে রাস্তা বন্ধ করে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় পুলিশের একদল সদস্য ওই এলাকায় টহল দিতে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। উভয়পক্ষের মধ্যে ১০/১৫ মিনিট গুলি বিনিময়ের পর অন্য ডাকাত সদস্যরা পালিয়ে গেলেও এক ডাকাত সদস্য ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, এ সময় আহমেদ আলী ও নজরুল ইসলাম নামে দুই পুলিশ সদস্য আহত হন। তাদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া পুলিশ ঘটনাস্থল থেকে ১টি শার্টার গান, ২ রাউন্ড গুলি, ৫টি হাত বোমা, ৫টি রামদা, ১টি গাছ কাটা করাত ও ৪ গোছা দড়ি উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/১৪ আগস্ট,২০১৬/মাহবুব