রাজবাড়ীতে যাত্রীবাহী একটি বাস উল্টে ১৫ জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় জেলা সদরের বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ ও রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সোহাগ পরিবহনের দ্রুতগামী বাসটি ঢাকা-খুলনা মহাসড়কের বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ভ্যান গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. ইমদাদুল্লাহ্ নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়েছে। তবে অাহতদের অবস্থা মারাত্মক নয়।
বিডি প্রতিদিন/১৪ আগস্ট ২০১৬/হিমেল-০২