বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল খাল এলাকায় এলিট ফোর্স (র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন) র্যাব- ৬ এর সাথে বনদস্যু সাগর বাহিনীর বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।
শনিবার রাত ১০টার দিকে শুরু হওয়া প্রায় ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধের পর বনদস্যুদের ব্যবহৃত একটি ট্রলার আটক করতে সক্ষম হয়েছে র্যাব।
রাত সাড়ে ১১টায় এখবর নিশ্চিত করেছে পূর্ব সুন্দরবন বিভাগের ঢাংমারী ফরেষ্ট স্টেশনের রেঞ্জার আব্দুল মান্নান।
বিডি প্রতিদিন/১৪ আগস্ট ২০১৬/হিমেল-০৩