লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামে মো. ফয়সাল (২৮) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করছে দুর্বৃত্তরা।
শনিবার দিবাগত রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
নিহত ফয়সাল বালাইশপুর গ্রামের ফজলুল করিমের ছেলে ও বশিকপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।
নিহতের ভাবী রানী বেগম জানান, ''রাত ৯টার দিকে বাসা থেকে লাইট নিয়ে বের হয়ে যান ফয়সাল। এর আধাঘণ্টার মধ্যে ২টি গুলির আওয়াজ শুনে ঘর থেকে বের হন তারা। এ সময় স্থানীয় লোকজন চিৎকার করে বলেন ফয়সালকে খুন করে ফেলা হয়েছে।''
নিহতের বাবা ফজলুল করিমের অভিযোগ, স্থানীয় সন্ত্রাসী বাহিনী প্রধান লাদেন মাসুম ফয়সালের বিরুদ্ধে ছিল। সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
স্থানীয়রা জানান, বাড়ি থেকে ডেকে এনে ফয়সালকে তার বাড়ির পাশে চৌকিদার বাড়ির সামনে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। সন্ত্রাস দমন ও মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে পুলিশকে সহযোগিতা করায় তাকে সন্ত্রাসীরা হত্যা করতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
এদিকে লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান জানান, ফয়সাল বশিকপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।
লক্ষ্মীপুরের সহকারি পুলিশ সুপার মো. জোনায়েদ কাউছার জানান, দুর্বৃত্তরা ফয়সালকে কুপিয়ে হত্যা করে। সে স্থানীয় লাদেন বাহিনীর লোক ছিল, পরে ওই বাহিনীর সাথে দূরত্ব সৃষ্টি হওয়ায় তাকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/১৪ আগস্ট,২০১৬/মাহবুব