দিনাজপুরের হাকিমপুর উপজেলার বড়চড়া গ্রামে অভিযান চালিয়ে ৪শ’বোতল ফেন্সিডিলসহ এরফান (৩০) ও জহুরুল ইসলাম (২৬) নামের দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত মোঃ এরফান উপজেলার বড়চড়া গ্রামের আলী মিয়ার ছেলে এবং জহুরুল ইসলাম একই এলাকার সোবাহান আলীর ছেলে।
শনিবার রাত সাড়ে ৩টায় হাকিমপুর উপজেলার বড়চড়া গ্রামে আসামিদের বাড়িতে অভিযান চালিয়ে উক্ত ফেন্সিডিল জব্দ করে বিজিবি।
বাসুদেবপুর ক্যাম্পের সুবেদার মো: রফিকুল ইসলাম জানান, বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৩টায় হাকিমপুর উপজেলার বড়চড়া গ্রামে আসামিদের বাড়িতে অভিযান চালিয়ে উক্ত ফেন্সিডিলগুলো জব্দ করা হয়। জব্দকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ১ লক্ষ ৬০ হাজার টাকা। মালামালগুলি হিলি শুল্ক গুদামে এবং আসামিদেরকে হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
জয়পুরহাট-৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকসহ সকল প্রকার চোরাচালান সীমান্তে শূন্যের কোটায় আনতে আমাদের প্রতিরোধ অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/১৪ আগস্ট ২০১৬/হিমেল-১০