চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শুকলালহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. হাসান (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
রবিবার ভোর রাত চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান হাইওয়ে পুলিশের কুমিরা ফাঁড়ি ইনচার্জ মিজানুল ফাহমী।
ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। হাসান ওই বাসের সুপার ভাইজার। তিনি ঢাকার সাভারের বাসিন্দা।
মিজানুল ফাহমী বলেন, যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ওই বাসের সুপারভাইজার হাসান ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, একজনের অবস্থা আশঙ্কাজনক।
বিডি-প্রতিদিন/১৪ আগস্ট,২০১৬/মাহবুব