সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে পৃথক দুটি চালানে কাস্টমস শুল্ক ফাঁকির অভিযোগে ১৩শ' ৮ টন ভারতীয় পাথর জব্দ করেছে বিজিবি সদস্যরা। বিজিবি বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছে।
শনিবার গভীর রাতে বিজিবি’র সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের সদস্যরা এ সব পাথর জব্দ করেন।
৩৮ ব্যাটালিয়নের জনসংযোগ কর্মকর্তা সামছুল আলমের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১১ আগস্ট সিঅ্যান্ডএফ এজেন্ট এম করিমের তত্ত্বাবধানে আমদানিকৃত ৬৮৮ টন ভারতীয় পাথরের মধ্যে ৮৮ টনের কাস্টমস শুল্ক ফাঁকি দেয়া হয়। এ অভিযোগে বিজিবি ও কাস্টমসের উদ্যোগে শনিবার রাতে ৩৪টি ট্রাকসহ ৬৮৮ টন ভারতীয় পাথর জব্দ করা হয়।
পরদিন ১২ আগস্ট ভোমরার মধুমতি এন্টারপ্রাইজের তত্ত্বাবধানে আমদানিকৃত ৬২০ টন ভারতীয় পাথরের মধ্যে ৮০ টনের কাস্টমস শুল্ক ফাঁকির অভিযোগে বিজিবি শনিবার রাতে ৩১টি ট্রাকসহ ৬২০ টন ভারতীয় পাথর জব্দ করে। জব্দকৃত মালামাল ভোমরা কাস্টমসে জমা করা হয়েছে। এ ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
৬৫টি ট্রাকসহ জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ৩২ কোটি ৮৯ লক্ষ ২৪ হাজার টাকা বলে দাবি বিজিবি কর্তৃপক্ষের।
বিডি-প্রতিদিন/১৪ আগস্ট, ২০১৬/মাহবুব