নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ার মেঘনা নদীতে পন্যবাহী একটি কার্গোবোট ডুবে গেছে। রোববার সকাল ১০টার দিকে কেরিং চরের পূর্বপাশে এই দুর্ঘটনা ঘটে। কার্গোটি এবং এর ভেতরে থাকা ও শ্রমিকদেরকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে কোষ্টগার্ড ও নৌ-পুলিশ। তবে ডুবে যাওয়ার সময় কার্গোটিতে কতজন ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।
হাতিয়ার নলচিরা নৌ পুলিশের আইসি নুরুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী পন্যবাহী একটি কার্গোবোট মেঘনা নদীর কেরিং চরের পাশে ডুবে যায়। কার্গোটিতে থাকা লোকজন সম্পর্কে সঠিক তথ্য দিতে পারছেনা নৌ-পুলিশ ও কোষ্টগার্ড। কার্গোটির পেছনের সামান্য অংশ ছাড়া পুরোটাই নদীতে নিমজ্জিত থাকায় এতে কি ধরণের পন্য ছিল তাও নিশ্চিত হওয়া যায়নি।
বিডি প্রতিদিন/১৪ আগস্ট ২০১৬/হিমেল-১৯