মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের বনিকপাড়া গ্রামে মিরাজ সরদার (২২) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। নিহত মিরাজ একই এলাকার মিজান সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে বাড়ির পাশের বিদ্যুতের ছেড়া তার জড়িয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মিরাজের। এসময় পরিবারের লোকজন তার লাশ উদ্ধার করে। ঝাউদি ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম আবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/১৪ আগস্ট ২০১৬/হিমেল-২১