নীলফামারীতে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন করেছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। রোববার সকাল ১১টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির আয়োজনে ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াও শিক্ষক সমাজ’ এই শ্লোগান নিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধনে সংগঠনের তিন শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। এসময় একাত্মতা ঘোষণা করে কর্মসূচিতে অংশ গ্রহণ করে জেলা ওলামা লীগের নেতৃবৃন্দ।
এসময় সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও নীলফামারী জেলার সভাপতি আবু মুসা ভূঁইয়ার সভাপতিত্বে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জঙ্গি ও সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, জলঢাকা উপজেলার সভাপতি রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, ডিমলা উপজেলার সভাপতি আবু বক্কর সিদ্দিক, জেলা ওলেমা লীগের সভাপতি প্রভাষক মাওলানা আফতাব উদ্দিন প্রমুখ।
এসময় বক্তরা দাবি করে বলেন, ইসলাম শান্তির ধর্ম। কোন সন্ত্রাস ও জঙ্গিবাদকে ইসলাম সমর্থন করেনা। যারা সন্ত্রাস ও জঙ্গি কর্মকাণ্ড পরিচালনা করে মানুষ হত্যা করে তারা ইসলামের শক্র। এই শক্রদের প্রতিহত করতে মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের রুখে দাঁড়ানোর আহবান জানান।
বিডি প্রতিদিন/১৪ আগস্ট ২০১৬/হিমেল-২২