খাগড়াছড়িতে টিআইবি-সচেতন নাগরিক কমিটি (সনাক) টেলেন্টপুলে বৃত্তি পাওয়া ৪০ জন শিক্ষার্থীকে সংবর্ধণা প্রধান করেছে।
রবিবার সকাল ১১টায় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে শিক্ষার্থীদের সংবর্ধণা ও দুর্নীতি বিরোধী কার্টুন প্রদর্শণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রথাগত শরনার্থীর টাস্কফোরর্স চেয়ারম্যান যতিন্দ্র লাল ত্রিপুরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা, প্রধান নির্বাহী কর্মকর্তা কৃঞ্চ চন্দ্র চাকমা, খাগড়াছড়ি সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার, সাবেক অধ্যাপক মধু মঙ্গল চাকমা। অনুষ্ঠিানে সভাপতিত্ব করেন সনাক সদস্য প্রফেসর বোধিসত্ব দেওয়ান। স্বাগত বক্তব্য রাখেন সনাকের সহ-সভাপতি মো: জহুরুল আলম। পরে প্রধান অতিথি ৪০ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেষ্ট ও সনদ প্রদান করেন।
বিডি প্রতিদিন/ ১৪ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন