লক্ষ্মীপুরে সরকারি মহিলা কলেজে শিক্ষক সংকটের প্রতিবাদে ঢাকা-রায়পুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা।
রবিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঘন্টা ব্যাপী এ কর্মসূচি পালন করে তারা। এসময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখে। পরে সহকারী পুলিশ সুপার জুনায়েদ কাউছার, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের দাবি আদায়ের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
কলেজ সুত্রে জানা যায়, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজে ইংরেজি, পদার্থ বিজ্ঞান, রসায়ন, হিসাব বিজ্ঞান, গণিতসহ প্রায় ৯টি বিষয়ের ২১জন শিক্ষক নেই। এতে করে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান জানান, দীর্ঘদিন থেকে শিক্ষক সংকটের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও কোন লাভ হয়নি। কলেজে ২৯ জন শিক্ষকের পদ থাকলেও মাত্র ৮ জন শিক্ষক রয়েছে। এতে করে প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের নিয়োমিত ক্লাস নেওয়া সম্ভব হচ্ছেনা। ফলে শিক্ষার্থীদের ভবিষ্যত অনিশ্চিয়তার মধ্য রয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/ ১৪ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন