জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবিতে বান্দরবানের লামায় মানববন্ধন করেছে লামা উপজেলা, শহর ও মাতামুহুরী কলেজ ছাত্রলীগের নেতার্কমীরা।
পরে উপজেলার নির্বাহী অফিসার খালেদ মাহমুদ এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
রবিবার উপজেলা পরিষদের সামনে রাস্তায় প্রায় ১ঘণ্টা দাঁড়িয়ে মানববন্ধন করে। উপজেলার ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল। এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবু মুসা ফারুকী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মাহাবুবুর রহমান প্রমূখ।
বিডি প্রতিদিন/ ১৪ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন