পুলিশের বিশেষ অভিযানে লালমনিরহাটে গত ৫ আগস্ট রাত থেকে আজ ১৪ আগস্ট ভোর পর্যন্ত ৯দিনে মোট ২শ' ৭১ জনকে আটক করা হয়েছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পরিচালিত পুলিশের বিশেষ অভিযোনে সদর উপজেলাসহ আদিতমারী, কালীগঞ্জ, হাতিবান্ধা ও পাটগ্রাম উপজেলার বিভিন্ন স্থান থেকে ওই ২শ' ৭১ জনকে আটক করা হয়।
লালমনিরহাট পুলিশ সুপার এস এম রশিদুল হক জানান, সারাদেশে সরকারের সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে আটক অব্যাহত রয়েছে। জেলার পাঁচ থানার সংশ্লিষ্ট অফিসাস ইনচার্জের নেতৃত্বে পরিচালিত অভিযানে আটককৃতরা নাশকতার মামলা, মাদক সংক্রান্ত মামলা ও রাজনৈতিক সহিংসতা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া নাশকতা ঘটাতে পারে এমন সন্দেহজনকদেরও আটক করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ১৪ আগস্ট, ২০১৬/ আফরোজ