ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা ডিগ্রি কলেজ এলাকার রাস্তার পাশ থেকে মেহেদী হাসান পাপ্পু (২৪) নামে এক যুবকের নগ্ন লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। নিহত মেহেদী হাসান পাপ্পু উপজেলার ৩নং ভরডোবা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ আইয়ূব আলী সরকারের ছেলে।
পুলিশ, পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার দিন রবিবার ভোরে ভালুকা ডিগ্রি কলেজ সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মেহেদী হাসান পাপ্পুর নগ্ন লাশ পরে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের গলায় ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের পিতা আইয়ূব আলী সরকার জানান, ঘটনার রাত ১টার সময় আমার ছেলে প্যান্ট ও গেঞ্জি পরে বাসা থেকে বের হয়। সারারাত আর বাসায় ফিরেনি। সকালে উল্লেখিত স্থানে তার মৃতদেহ উদ্ধারের খবর পাই।
এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৪ আগস্ট, ২০১৬/ আফরোজ