নোয়াখালীর হাতিয়া উপজেলার কেরিং চরের মেঘনা উপকুলে রবিবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী কার্গো জাহাজ কামরুন্নার-৩ ডুবে যায়। এতে জাহাজের মাষ্টারসহ ১৩ জন স্টাফ নিখোঁজ হয়।
খবর পেয়ে হাতিয়া নৌ-পুলিশ ফাঁড়ির এস আই নুরুল ইসলামের নেতৃত্বে পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জেলেদের সহায়তায় ওই ১৩ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃতরা হলেন আসাদুজ্জামান (৪৫), শাহাদাত(৫৫), বিল্লাল(২৭), দেলোয়ার(২৭), শাহিন(২২), শাওন(১৮), ইব্রাহীম(২৩), কামরুল(২৫), রামিম (১৯), এমরান(২৭), বাবুল(২৩), ইউনুছ (২৪)।
ঘটনার সত্যতা নিশ্চত করেছেন হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক। হাতিয়া নৌ-পুলিশ ফাঁড়ির এস আই নুরুল ইসলাম জানান, প্রচণ্ড ঢেউয়ে জাহাজটি ডুবে যায়।
বিডি প্রতিদিন/ ১৪ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন