চট্টগ্রামে রিপন দে নামে এক যুবক খুন হয়েছেন। শনিবার রাতে ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার বারমাসিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রিপন সুয়াবিল ইউনিয়নের গণেশ দে'র একমাত্র সন্তান।
ভুজপুর থানা পুলিশ জানায়, রাতে টেক্সি গ্যারেজ থেকে বাড়িতে ফেরার পথে খুন হন রিপন। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।
বিডি প্রতিদিন/ ১৪ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন