সিরাজগঞ্জের রায়গঞ্জে আওয়ামী লীগের উদ্যোগে ১৫ কিলোমিটার দীর্ঘ জঙ্গি ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।
রবিবার সকালে পাঙ্গাসী ইছামতি ব্রিজ থেকে চান্দাইকোনা পর্যন্ত দীর্ঘ ১৫ কিলোমিটার ব্যাপী মানববন্ধন কর্মসুচিতে আওয়ামী লীগ, তার সহযোগী সংগঠনসহ মুক্তিযোদ্ধা সুশীল সমাজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।
রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদি জিন্না আলমাজির সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা: হাবিবে মিল্লাত মুন্না এমপি, রায়গঞ্জ-তাড়াশের সাংসদ আলহাজ্ব গাজী আমজাদ হোসেন মিলন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না এমপি, সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ তানভির সাকিল জয়, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা কামাল খান, কেএম হোসেন আলী হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান খান, রায়গঞ্জ পৌর মেয়র আব্দুল্লাহ পাঠান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন মধ্যম আয়ের দেশে পরিনত হচ্ছে ঠিক সেই সময় ৭১’র ঘাতক চক্ররা দেশে জঙ্গি সন্ত্রাস করে দেশকে পিছিয়ে নেয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। কিন্ত সেই স্বপ্ন শেখ হাসিনা কোন দিন সফল হতে দিবে না।
বিডি প্রতিদিন/ ১৪ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন