নাশকতা ও ভাঙচুর মামলার আসামি বগুড়ার শাজাহানপুর উপজেলা জামায়াতের আমির এবং মাঝিড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুস সালামকে শপথ গ্রহণের আগেই গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে শপথ নিতে আসার পথে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে। গোয়েন্দা পুলিশের ওসি আমিরুল ইসলাম জানান, আব্দুস সালামের বিরুদ্ধে নাশকতা ও ভাঙচুরের ৪টি মামলা রয়েছে। সবকটি মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। গ্রেফতারি পরোয়ানামূলে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এদিকে রবিবার সকালে শাজাহানপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নব-নির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন। জেলা প্রশাসক (ডিসি) মোঃ আশরাফ উদ্দিন তার কার্যালয়ে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।
শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এস.এ.এম রফিকুন্নবী, সহকারী পুলিশ সুপার (এএসপি) মশিউর রহমান ও জৈষ্ঠ্য জেলা নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী প্রমুখ।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এস.এ.এম রফিকুন্নবী জানান, শাজাহানপুর উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ নিয়েছেন।
বিডি প্রতিদিন/ ১৪ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন