ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘ইসলামী শিক্ষা বিস্তার ও মুসলিম সমাজ সংস্কারে বৃহত্তর যশোর জেলার মনীষীদের ভূমিকা’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় ধর্মতত্ত্ব অনুষদের ডিনের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আবুল হুসাইন মো. নূরুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগীয় সভাপতি প্রফেসর ড. নাসির উদ্দিন। সেমিনারে গবেষণা পত্র পাঠ করেন গবেষক আব্দুল ওহাব। এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল হাদীস বিভাগের প্রফেসর ড. সৈয়দ মাকসুদূর রহমান।
অনুষ্ঠানে গবেষণা পত্র নিয়ে আলোচনা করেন প্রফেসর ড. জাকির হোসাইন, প্রফেসর ড. আফাজ উদ্দিন, প্রফেসর ড. মোজাহিদুর রহমান। এসময় বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশত শিক্ষক-কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. নাসির উদ্দিন তত্ত্বাবাধনে মো. আব্দুল ওহাব ‘ইসলামী শিক্ষা বিস্তার ও মুসলিম সমাজ সংস্কারে বৃহত্তর যশোর জেলার মনীষীদের ভূমিকা’ শীর্ষক বিষয় নিয়ে পিএইচডি গবেষণা করেন।
বিডি-প্রতিদিন/ ১৪ আগস্ট, ২০১৬/ আফরোজ