পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে হেরোইনসহ মাদক ব্যবসায়ী মা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মা মেরিনা বেগম (৪৭) ও ছেলে রাকিবুল হাসান রকি ওরফে মস্তান।
রবিবার শহরের পূর্ব নূর মহল্লা বস্তিপাড়ায় থেকে তাদের গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে বাড়িতে বসে হেরোইনের ব্যবসা চালিয়ে আসছিলেন তারা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানার পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় ৭০ পুরিয়া হেরোইনসহ তাদের গ্রেফতার করা হয়।
পুলিশের উপ-পরিদর্শক আলহাজ্ব মতিয়ার রহমান জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ