কুমিল্লায় ট্রাক চাপায় আ: হামিদ নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার নিমসার বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি বুড়িচং উপজেলার হালগাঁও গ্রামের বাসিন্দা।
ময়নামতি হাইওয়ে থানার এসআই হারুন অর রশীদ জানান, সন্ধ্যা ৬টার দিকে পথচারী আবদুল হামিদ (৫৮) নিমসার বাজার এলাকা দিয়ে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাইওয়ে পুলিশ ট্রাকটি আটক করতে পারেনি।
বিডি প্রতিদিন/ ১৪ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন