পিরোজপুরের মঠবাড়িয়ায় দাম্পত্য কলহের জের ধরে অবুঝ দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন এক মা।
নিহতরা হচ্ছে, মা নাজমুন্নাহার লাইজু(২৮), দুই বছর বয়সী শিশু মাইশা আক্তার কনা(২) ও আট মাস বয়সী আরেক শিশু মাহিয়া আক্তার বেবি।
রবিবার বিকেলে উপজেলার দাউদখালী ইউনিয়নের হারজী নলবুনীয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থল থেকে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
তবে কি কারণে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে তার সঠিক কারণ জানাতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, দাম্পত্য কলহের জের ধরে মা তার দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর নিজেও বিষপানে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনার পর গৃহবধূর স্বামী স্কুল শিক্ষক মনিরুজ্জামান ফরিদ খান পলাতক রয়েছেন। শিক্ষক মনিরুজ্জামান হারজী নলবুনীয় গ্রামের বাহার আলী খানের ছেলে। তিনি উপজেলার গুদিঘাটা সরোজিনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কী কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে তার সঠিক কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।
এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ