নাটোরের নলডাঙ্গা থানা কনস্টেবল কোয়ার্টারে প্রায় দুই বছর যাবৎ বিনা ভাড়ায় থাকছেন এক পুলিশ কর্মকর্তা। একাধিক কনস্টেবল জানান, কোয়ার্টারে আমরা নিজেরাই থাকার জায়গা পাচ্ছি না। অথচ প্রায় দুই বছর যাবৎ এখানে স্যার থাকছেন। তিনি কোন ভাড়াও দেন না। আমরা কষ্ট করেই থাকি।
এ ব্যাপারে নাটোরের সিনিয়র এএসপি রফিকুল ইসলাম বলেন, থানাগুলোতে অফিসার্স ইনচার্জ ও কনস্টেবলদের কোয়ার্টার দেওয়া আছে। অন্য অফিসারেরা বাসা ভাড়া নিয়ে থাকেন। ওখানে কোন কর্মকর্তা বিনা ভাড়ায় আছেন কিনা আমার জানা নেই। এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ