নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান পটলকে নাটোরের লালপুরে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। রবিবার বিকেলে স্থানীয় লালপুর স্কুল মাঠে শেষ জানাজার পর তাকে দাফন করা হয়।
এর আগে রবিবার দুপুরে বাগাতিপাড়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পটলের একটি জানাজা অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতার মরদেহ আজ রবিবার একটি বেসকারি হেলিকপ্টারে ঢাকা থেকে নাটোরের বাগাতিপাড়ায় নিযে আসা হয়। এ সময় দলীয় নেতা-কর্মীসহ হাজার হাজার নারী-পুরুষ মরদেহ এক নজর দেখতে সমবেত হন। জানাজায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক, উপজেলা বিএনপি সভাপতি মেয়র মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান, জামায়াতের আমির মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদল সহ-সভাপতি তারিকুল ইসলাম টিটুসহ সকল পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পরে লাশ বহনকারী গাড়িতে ফজলুর রহমানের লাশ তার নিজ বাড়ি লালপুরের গৌরিপুরে নিয়ে যাওয়া হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, এর আগে সকাল ন'টায় ঢাকার বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম জানাজা এবং সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় দফা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বিকেলে স্থানীয় লালপুর স্কুল মাঠে শেষ জানাজার পর পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। বৃহস্পতিবার রাতে কলকাতার রবীন্দ্রসদন হাসপাতালে কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফজলুর রহমান পটল মারা যান।
বিডি-প্রতিদিন/এস আহমেদ