পাবনার কাশীনাথপুরে ট্রাকচাপায় নিহত হয়েছেন এক সিএনজি অটোরিক্সার চালকসহ ৬ যাত্রী। সোমবার সকাল ৮টার দিকে এ ঘটনায় নিহতদের মধ্যে ৩ জন নারী ও ৩ জন পুরুষ। নিহতদের মধ্যে ৪ জনের নাম পরিচয় পাওয়া গেলেও ২ জন অজ্ঞাত রয়েছেন।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা বলেন, পাবনা-ঢাকা মহাসড়কের সুজানুগর উপজেলার কাশিনাথপুরে বাজারের পাশে পাবনা থেকে নগরবাড়ীগামী একটি সিএনজি অটোরিক্সাকে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুমড়ে-মুচড়ে যায় সিএনজি অটোরিক্সাটি। এ সময় ঘটনাস্থলেই সিএনজির যাত্রী স্বামী-স্ত্রীসহ ৪ জন নিহত হয়। আহত দুই যাত্রীকে পাবনা জেনারেল হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে নেয়ার পথে মারা যায়।
নিহতরা হলো, সাথিয়া উপজেলার দুলাই বিষ্ণুপুর গ্রামের তুষ্টু দাসের ছেলে সাধন দাস, সুজানগর উপজেলার কাদোয়া গ্রামের আদম আলীর ছেলে আবুল কালাম, একই উপজেলার মানিকহাট গ্রামের ইয়াদ আলীর ছেলে আব্দুল মালেক ও তার স্ত্রী হাসনা বেগম পান্না। অপর দুই জনের নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক সাইফুল ইসলাম বলেন, ঘটনার পর পরই আমরা ঘটনাস্থলে গিয়ে ৪ জনকে উদ্ধার করি এবং দুইজনকে আহত অবস্থায় নেয়ার পথে মারা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিএনজি আটো রিক্সাটি অপর একটি সিএনজি আটোরিক্সাকে দ্রুত অতিক্রম করার (ওভারটেক) সময় এ ঘটনা ঘটে।
কাশিনাথপরের এই পয়েন্টে প্রায়ই এ ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো। তিনি নিহতদের প্রত্যেক পরিবারকে দাফনের জন্যে তাৎক্ষনিক ১০ হাজার টাকার অনুদান প্রদান করেন। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
এ বিষয়ে মাধপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ সুলতান আহমেদ বলেন, ঘটনার পরপরই স্থানীয় লোকজন রাস্থা অবরোধ করার চেষ্টা করলে আমরা ঘটনাস্থলে স্বাভাবিক পরিবেশ বজায় রাখার চেষ্টা করি এবং যানবাহন চলাচল ঠিক রাখি।
বিডি-প্রতিদন/ ১৫ আগস্ট, ২০১৬/ আফরোজ/হিমেল