মাগুরা সদর ও শালিখা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় কালাম মোল্যা (৪৫) ও আনোয়ার হোসেন (৪০) নামে ২ জন নিহত হয়েছেন।
রবিবার দিবাগত রাতে মাগুরা-ফরিদপুর সড়কের রামনগর ও মাগুরা-যশোর সড়কের শতখালীতে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মাগুরা হাইওয়ে পুলিশের এসআই আব্দুর রউফ।
নিহত কালাম মোল্যা মাগুরা সদর উপজেলার রামনগর দুর্গাপুর আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা ছয়বার মোল্যার ছেলে এবং আনোয়ার চুয়াডাঙ্গা জেলার পাতিলা গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
এসআই আব্দুর রউফ বলেন, মাগুরা সদর উপজেলার রামনগরে রবিবার দিবাগত রাত ১০টার দিকে ঢাকা থেকে যশোরমুখী মাইক্রোবাসের ধাক্কায় পথচারী কালাম আহত হন। গুরুতর জখম অবস্থায় মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
এর আগে, মাগুরার শালিখা উপজেলার শতখালীতে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার চালক আনোয়ার ঘটনাস্থলেই মারা যান বলে জানান এসআই রউফ।
বিডি-প্রতিদিন/১৫ আগস্ট, ২০১৬/মাহবুব