নোয়াখালী জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে ভয়াবহ আগুনে অন্তত ৩০টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার ভোর রাত ৩টার দিকে বাজারের ডিবি রোডের পূর্ব পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে প্রথমে চৌমুহনী দমকল বাহিনী ও পরে মাইজদী, সোনাইমুড়ী ও লক্ষীপুর থেকে আরও ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, একটি দোকানের গ্যাসের চুলা থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে তা হোটেল, মোবাইল দোকান, ইলেক্টনিক্স সামগ্রী, কনেফকশনারিসহ অন্তত ৩০টি দোকানে ছড়িয়ে পড়ে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাতে পারেনি কেউ।
বিডি-প্রতিদিন/১৫ আগস্ট, ২০১৬/মাহবুব